• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

করোনা ‘নেগেটিভ’ মুমিনুল হক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০  

করোনা মুক্ত হলেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। বৃহস্পতিবার রাতে তার দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ আসে। ফলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মুমিনুলের অংশগ্রহণে আর কোন বাধা রইলো না। এর আগে গেল ১০ নভেম্বর সস্ত্রীক করোনা পজিটিভ হন মুমিনুল হক। তারপর থেকেই আইসোলেশনে ছিলেন তিনি।

এর মাঝে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিমিকে দলে ভেড়ায় গাজী গ্রুপ চট্টগ্রাম। শুক্রবার থেকে আনুষ্ঠানিক বায়োবাবলে ঢোকার কথা দলগুলোর। নেগেটিভ হওয়ায় মুমিনুলও যোগ দিচ্ছেন দলের সঙ্গেই।

এর আগে করোনা নেগেটিভ হন জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাহমুদুউল্লাহ রিয়াদ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে ২৬ নভেম্বর মুমিনুলের চট্টগ্রামের প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা।

করোনামুক্ত হয়ে মুমিনুল হক গণমাধ্যমকে বলেন, ‘বড় বোঝা নেমে গেল। সামনে টুর্নামেন্ট, এর আগে এমন বসে থাকা... যাক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। মাঠে ফিরতে হবে দ্রুত। ফিটনেসের কাজ হয়েছে। ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। হাতে সময় আছে। সমস্যা হবে না কোনো।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –