• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

গরমে মুখ শীতল রাখার আট উপায় 

প্রকাশিত: ১৯ মে ২০২১  

ভ্যাপসা গরমে সবার জীবন অতিষ্ঠ। নিজেকে ঠাণ্ডা রাখতে কত কিনা করেন সবাই। শরীরের সঙ্গে সঙ্গে গরমের কারণে আমাদের ত্বকেও বিভিন্ন সমস্যা দেখা দেয়। ব্রণ, র‍্যাশ, ফোসকা, ঘামাচি ইত্যাদি নানা সমস্যা এই সময় ত্বকে হয়ে থাকে।
এসব সমস্যা থেকে বাঁচতে ত্বক ঠাণ্ডা রাখা জরুরি। তাই চেহারাটাকে ‘কুল’ রাখতে বানিয়ে ফেলুন মাস্কগুলো। ত্বক পরিষ্কার তো হবেই, পাশাপাশি চেহারায় একটা ঠাণ্ডা ভাবও থাকবে দীর্ঘক্ষণ। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে তৈরি করবেন-

মধু ও লেবু

মধুর সঙ্গে একই পরিমাণ লেবুর রস মেশান। মুখে লাগানোর পর শুকিয়ে আসতে শুরু করলে ধুয়ে ফেলুন।

টক দই ও বেসন

সমান পরিমাণে এ দুটো মিশিয়ে একেবারে প্যাক-ড্রাই মানে ভালো করে শুকিয়ে নিন। তারপর ধুয়ে ফেলুন।

কলা ও মধু

একটি পাকা কলার অর্ধেকটা ভালো করে চটকে তাতে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মুখে আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

চন্দন ও গোলাপজল

চন্দনগুঁড়ার সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট বানান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করে ব্যবহার করলে উপকার পাবেন।

টমেটো ও মধু

টমেটোর বীজ ফেলে দিয়ে শুধু পালপ নিন। তারপর সেটাকে পেস্ট বানিয়ে কয়েক ফোঁটা মধু মেশান। আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

শসা ও অ্যালোভেরা

একটি শসার অর্ধেকটা গ্রেইট করে নিন। এর সঙ্গে অ্যালোভেরার একটি পাতার জেল মিশিয়ে নিন। মুখে আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

ডিম ও মধু

একটি ডিমের সাদা অংশের সঙ্গে এক টেবিল চামচ মধু একটি পাত্রে মিশিয়ে নিন। পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে নিন। যথারীতি শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।

পুদিনা ও হলুদ

মুঠোভর্তি পুদিনা পাতা থেঁতলে তাতে এক চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে নিন। কয়েক ফোঁটা পানি মিশিয়ে পেস্ট বানান। মুখে মাখার পর শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –