• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

তীব্র শীতে কাঁপছে রংপুর

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১  

তীব্র শীতে কাঁপছে রংপুর অঞ্চল। বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। কুয়াশা আর হিমেল হাওয়ায় জবুথবু জনজীবন। এরপরও বসে নেই কৃষক-শ্রমিকরা। জীবিকার তাগিদে মাঠে নেমেছেন তারা। এছাড়া ছিন্নমূল মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন।

শীতের তীব্রতায় শনিবার সকাল থেকে রংপুর নগরীতে মানুষের সমাগম কমে গেছে। কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। কমে গেছে যানবাহন চলাচল।

আবহাওয়া অফিসের তথ্যমতে, উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা আরো নেমে যাওয়ার শঙ্কা আছে। শুক্রবার সকালে রংপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা বাড়লেও বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি।

আবহাওয়া অফিসের কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, রংপুরে তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। শৈত্যপ্রবাহ আরো দুই-তিনদিন থাকতে পারে।

রংপুরের ডিসি আসিব আহসান বলেন, এরই মধ্যে নগরীর ছিন্নমূল, প্রতিবন্ধী ও বস্তি এলাকায় ৫১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আরো ছয় লাখ টাকা বরাদ্দ আছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –