• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পাটগ্রামে মডেল মসজিদ উদ্বোধন 

প্রকাশিত: ১০ জুন ২০২১  

সারাদেশে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম পর্যায়ে নির্মিত ৫০ টি মডেল মসজিদের উদ্বোধন করা হয়েছে। সারা দেশের মত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়ও নির্মিত মডেল মসজিদের উদ্বোধন করা হয়। 

বৃহস্পতিবার সকাল ১১ টায় গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে একযোগে মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে অনলাইনে উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন লালমনিরহাট- ১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি, জেলা প্রশাসক আবু জাফর, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট প্রমূখ। 

পরে উপজেলার পৌরসভার মির্জারকোট মহাসড়কের পাশে নির্মিত দৃষ্টি নন্দন এ মডেল মসজিদটি ঘুরে দেখা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য দেন অতিথিরা।

মডেল মসজিদ উদ্বোধন শেষে ইসলামিক ফাউন্ডেশন লালমনিরহাটের উপ পরিচালক রাজিউর রহমান বলেন, ইতিপূর্বে কোনো মসজিদে নারীদের নামাজের ব্যাবস্থা ছিলো না। এই মডেল মসজিদে নারীদের নামাজের ব্যাবস্থা রয়েছে। এখানে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে যার মাধ্যমে সমাজ থেকে মাদক,বাল্যবিবাহসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড থেকে মানুষ দূরে থাকবে।

লালমনিরহাট গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার জানান, পাটগ্রাম উপজেলায় সাড়ে এগার কোটি টাকা ব্যায়ে মডেল মসজিদটি নির্মিত হয়েছে। এই মডেল মসজিদে হেফজখানা, মৃত ব্যাক্তিকে গোসল করানোর ব্যাবস্থা, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, কনফারেন্স রুম রয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –