• মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউস সানি ১৪৪৬

ডেঙ্গু শনাক্ত, ঠাকুরগাঁও সদর হাসপাতালে নতুন ভর্তি ৩

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩  

বর্ষা এলেই প্রায় সারাদেশে বেড়ে যায় ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতিবারের মতো এবারও দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। এরই মধ্যে ঠাকুরগাঁওয়েও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে ডেঙ্গুতে নতুন আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ৩ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ জন। এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬ জন। 

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। কেউ জ্বরে আক্রান্ত হলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –