• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

রোহিতের ‘লেডি সিংহাম’ দীপিকা

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩  

বলিউডের পরিচালক রোহিত শেঠি। ‘কপ ইউনিভার্সে’ এবার তার নতুন সংযোজন। নতুন সিংহামের গল্পে থাকছে এক নারী কর্মকর্তা। এই চরিত্রে অভিনয় করছেন আর কেউ নন,  দীপিকা পাড়ুকোন। এবারের সিনেমার নাম রাখা হয়েছে ‘সিংহাম এগেইন’। এ ছবিতে আবারও ‘সিংহাম’ হয়ে ধরা দেবেন অজয় দেবগন।

অজয় এর আগেও রোহিত শেঠির কপ ইউনিভার্সের অংশ হিসেবে ‘সিংহাম’ এবং ‘সিংহাম ২’ ছবিতে কাজ করেছেন। নতুন সিংহামে এবার অজয়ের বোনের ভূমিকায় অভিনয় করছেন দীপিকা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এরই মধ্যে অ্যাকশন প্যাকড অংশের দৃশ্য ধারণের জন্য দীপিকা প্রস্তুতিও নিয়েছেন। হয়েছে লুক টেস্টও। এ ছবিতে দীপিকার উপস্থিতির ব্যাপকতাও রয়েছে; যার কারণে দীপিকা রোহিত শেঠিকে টানা ৩৫ দিনের শিডিউল দিয়েছেন।

এর আগে ২০১৩ সালে রোহিতের ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেন দীপিকা। এরপর রণবীর সিং অভিনীত ‘সার্কাস’ সিনেমার একটি গানে দেখা যায় তাকে। ‘সিংহাম এগেইন’ ছবিতে এবার অতিথি চরিত্রে হাজির হচ্ছেন টাইগার শ্রফ। 

সিংহামের সঙ্গে তিনি রোহিত শেঠির কপ ইউনিভার্সে প্রবেশ করবেন। আগামী মাস থেকে ছবিটির টানা দৃশ্যধারণ হবে। এ ছাড়া আগামী বছরের আগস্টে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা রোহিত শেঠি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –