• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পেঁয়াজ নিয়ে ব্যবসায়ীদের লুকোচুরি!

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

ব্যবসায়ীদের অভিযোগ, পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছে না। ক্রেতাদের অভিযোগ দোকানে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। তবে ঠিকই মজুদ রয়েছে পেঁয়াজ।

সোমবার সারাদিন ময়মনসিংহের নান্দাইল সদরের বাজারে পেঁয়াজ নিয়ে ক্রেতাদের সঙ্গে এমন লুকোচুরি করেন ব্যবসায়ীরা। তবে বিষয়টি ফেইসবুকে ছড়িয়ে পড়লে টনক নড়ে প্রশাসনের। এরপর ইউএনও আব্দুর রহিম সুজন ও মডেল থানার ওসি মনসুর আহমদ বাজার পর্যবেক্ষণে বের হন।

ব্যবসায়ীদের ভাষ্য, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পেঁয়াজ বিক্রি করলে তারা লোকসানে পড়বেন । তাই পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছেন।

ইউএনও আব্দুর রহিম সুজন বলেন, ব্যবসায়ীরা ভুল বুঝে পেঁয়াজ বিক্রি বন্ধ করেছেন। এখন ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। ব্যবসায়ীরা আবারো পেঁয়াজ বিক্রি শুরু করেছে। বাজারে কোনো চক্র পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির নেতা ও সাংবাদিক মো. আবু হানিফ সরকার।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –