• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হবিগঞ্জে বিদ্যুৎতেই প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২০  

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল ইমরান রুহেল নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহেল উপজেলার সাটিয়াজুড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মুখলেছুর রহমানের ছেলে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শামীমা আক্তার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুহেল ওপর থেকে নিচে ছিটকে পড়ে যাওয়ায় মাথায় প্রচণ্ড আঘাত পান। মাথাটি একেবারে থেতলে যাওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সকালে পারটেক্স পেপার মিলসের কারখানায় কাজ করতে যায় রুহেল ও তার সহকর্মীরা। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, ঘটনাটির তদন্ত করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –