• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

শ্রমিক সংকটে কৃষকদের পাশে দাঁড়ালেন যুবলীগ  

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

করোনার প্রার্দুভাবের কারণে সুনামগঞ্জে ধান কাটার শ্রমিক সংকটে যখন কৃষকরা দিশেহারা তখন তাদের পাশে দাঁড়িয়েছেন জেলা যুবলীগের নেতা-কর্মীরা।

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিলের নির্দেশনায় ধান কেটে দেয়ায় নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।

গতকাল সোমবার যুবলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী সদর উপজেলার ভেড়াজালী গ্রামের হাওরে এক কৃষকের বোরো ধান কেটে দেন।

সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল হোসেন, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জেবুল মিয়া, যুবলীগ নেতা মো. রমজান মিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

খায়রুল হুদা চপল বলেন, ‘সুনামগঞ্জের হাওরে কোনো শ্রমিক না আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিলের নির্দেশনায় আমরা সুনামগঞ্জ জেলা যুবলীগের প্রতিটি নেতা-কর্মী কৃষকদের ধান কাটায় সহযোগিতা করছি।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –