• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

খাগড়াছড়ির পানছড়ির দুর্গম গ্রামে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী     

প্রকাশিত: ৩০ জুন ২০২০  

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বেশ কয়েকটি দুর্গম গ্রামে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছে সেনাবাহিনী।

এলাকার দরিদ্র ও দুস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০০ পরিবারকে ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।


এছাড়া সামাজিক দূরত্ব মেনে বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেও বেশ কিছু পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করা হয়। সেনাবাহিনীর চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।

সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন বড় পানছড়িপাড়া, প্রদীপপাড়া ও সাঁওতালপাড়াসহ অন্তত ১০টি গ্রামে সোমবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্ণেল জাহিদুল ইসলাসহ অন্যরা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –