• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঢাকা-বরিশাল নৌপথে টেকসই নৌপথ তৈরির পরিকল্পনা করেছে সরকার

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০  

ঢাকা-বরিশাল নৌপথে টেকসই বিকল্প দুটি নৌপথ করার পরিকল্পনা করেছে সরকার। অস্বাভাবিক পলি পড়ায় এ পথের ‘গলারকাটা’ মেঘনার মিয়ারচর চ্যানেল পরিহার করতে নতুন দুটি পথের সমীক্ষার কাজ হাতে নিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক জানায়, প্রতি বছর ড্রেজিংয়ে কোটি কোটি টাকা ব্যয় হয়। কিন্তু উজানের পলিতে অস্বাভাবিকভাবে মিয়ারচর চ্যানেলের বিভিন্ন পয়েন্টে ডুবোচরের সৃষ্টি হয়। তাই বিকল্প আরও দুটি নৌপথের সমীক্ষা শুরু করেছেন তারা।

তবে প্রস্তাবিত দুটি নৌপথের বিভিন্ন জায়গায় ডুবোচর এবং চ্যানেলের প্রশস্ততা কম হওয়ায় সেখানে দুর্ঘটনার ঝুঁকি বাড়ার শংকা নৌযান মাস্টারদের। নিরাপদ চলাচলের জন্য উলানিয়া সংলগ্ন বাবুগঞ্জ চ্যানেলের ডুবোচর ড্রেজিং করে দেয়ার দাবি তাদের।

এদিকে মিয়ারচর চ্যানেলের বিকল্প হিসেবে দুটি পথ তৈরির করার কথা জানান নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

ঢাকা-বরিশাল নৌপথে নৌযানগুলো ঢাকা-চাঁদপুর-মিয়ারচর চ্যানেল হয়ে চলাচল করে। কিন্তু মিয়ারচর চ্যানেলে ভাটার সময় সর্বোচ্চ ৬ থেকে ৭ ফুট গভীরতা থাকায় ১০ থেকে ১১ফুট উচু নৌযানগুলো এ চ্যানেল দিয়ে চলতে পারে না।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –