• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পুলিশের উদ্যোগে ৫ টাকায় ইফতার

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১  

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে চলছে সরকারিভাবে লকডাউন। এর ফলে বন্ধ রয়েছে নিম্ন আয়ের মানুষের কর্মক্ষেত্র। এর মধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান। সংকটের এমন দিনে ইফতার নিয়ে নিম্ন আয়ের মানুষের আয়োজন নেই বললেই চলে। তাই এবার রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য নামমাত্র মূল্যে ইফতার বিতরণ করা হবে। 

ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে ৫ টাকা মূল্যে প্রতিদিন ২০০ মানুষকে দেওয়া হবে এই ইফতার। শনিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান।

এ বিষয়ে ময়মনসিংহ পুলিশ সুপার সমকালকে জানান, পুরো রমজান মাস জুড়ে চলবে এই কর্মসূচি। ৫ টাকার ইফতারে থাকছে মুড়ি, ছোলা, পিয়াজু, বেগুনী, খেঁজুর, শসা, আঙ্গুর, কলা ও জিলাপি। নগরীর বিভিন্ন স্থানে ঘুরে প্রতিদিন ২০০ মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে এই ইফতার।

শনিবার বিকেল ৪টার দিকে নগরীর টাউনহল মোড়ে প্রথমদিনের মতো আয়োজন করা হয় ৫ টাকায় ইফতার বিতরণ কার্যক্রম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান মিয়া, ফজলে রাব্বী, জয়িতা শিল্পী, গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ প্রমুখ।

পুলিশ সুপার মোহা: আহমান উজ্জামান বলেন, রমজানে লকডাউনে নিম্ন আয়ের মানুষ খাবার কষ্টে রয়েছে। সারাদিন রোজা রাখার পর তাদের পক্ষে ইফতার করাটা কষ্টকর। তাই রমজানে নামমাত্র মূল্যে ইফতার সরবরাহ করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –