• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

সৈয়দপুরে ৪৫ যাত্রীসহ ঢাকাগামী বাস আটক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২১  

করোনাভাইরাস প্রতিরোধে চলমান সরকারের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে যাত্রী পরিবহনের দায়ে জাকির ট্রাভেলস নামে একটি নৈশকোচ আটক করেছে সৈয়দপুর ট্রাফিক পুলিশ। গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাসটি আটক করা হয়।

সৈয়দপুর ট্রাফিক পুলিশ বিভাগের সার্জেন্ট আশরাফ কোরাইশি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সারাদেশে চলমান কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ঠাকুরগাঁও থেকে ৪৫ জন যাত্রী নিয়ে জাকির ট্রাভেলস নামে নৈশকোচটি ঢাকা যাচ্ছিল। রাত পৌনে ১০টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাফিক বিভাগের চেকপোস্টে পৌঁছালে কোচটি আটক করা হয়।

তিনি জানান, কোচটিতে ঢাকাগামী ১২ জন নারীসহ ৪৫ জন যাত্রী ছিল। আটক বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৬৮৫০) সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং সড়ক পরিবহন আইনে (২০১৮) মামলার প্রস্তুতি চলছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –