• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

লকডাউন বাস্তবায়নে বিরামপুরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত     

প্রকাশিত: ২৮ জুলাই ২০২১  

কঠোর লকডাউনে মহাসড়কে তৎপর প্রশাসন। সড়কের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। হঠাৎ দ্রুতগতিতে আসছিল ব্যাটারিচালিত একটি অটোরিকশা। চেকপোস্টের সামনে এলেই গতিরোধ করা হয়। অটোরিকশায় যাত্রী ছিলেন ১৩ জন। পাঁচ শিশু, ছয় নারী ও দুই পুরুষ মিলে জামাই বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাটি দিনাজপুরের বিরামপুরের।

বুধবার অপ্রয়োজনে কেউ বের হলেই জেরার মুখে পড়তে হচ্ছে। উপজেলার কলেজ বাজার অনসার বাহিনীর চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

একসঙ্গে ১৩ জন যাত্রী নেয়ায় অটোচালককে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। এছাড়া যাত্রীদের তিনটি অটোতে করে বাড়িতে পাঠান।

এদিকে, লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক ছাড়া ঘোরাঘুরি, স্বাস্থ্যবিধি না মানার অপরাধে আটজনকে দুই হাজার ১০০ জরিমানা করেন ইউএনও পরিমল কুমার সরকার।

এ সময় বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্তসহ পুলিশের একটি টিম ভ্রাম্যামাণ আদালতে সহায়তা করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –