• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কুড়িগ্রামে কোভিড-১৯ বন্যা ও ত্রাণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১  

কুড়িগ্রামে কোভিড-১৯ পরিস্থিতি, বন্যা ও ত্রাণ কার্যক্রম সংক্রান্ত সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, এনডিসি জিয়াউল হাসান।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম, ডিডিএলজি জিলুফা সুলতানা, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, তত্বাবধায়ক ডা, শহীদুল্লাহ লিংকন, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

জেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভায় জেলায় কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –