• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

আশ্চর্যজনক কলাগাছ, বের হলো ১০ মোচা

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১  

একটি পরিত্যক্ত কলাগাছে ১০টি মোচা (থোর) বেরিয়েছে। আশ্চর্যজনক এ দৃশ্যটি দেখার জন্য ভিড় করছেন উৎসুক জনতা। এমনই এক ঘটনা ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুর (পূর্বপাড়া) গ্রামে। 

এ গ্রামের মোজাম্মেল হকের বাড়িতে একই গাছে ১০টি মোচা বের হওয়ায় মানুষের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। অনেককে স্থিরচিত্র ও ভিডিওচিত্র ধারণ করতে দেখা গেছে।

কলাগাছ মালিক মোজাম্মেল হক জানান, বাড়ির পাশে তার জমিতে সাগর কলার বাগান করেছেন। এ বাগান থেকে কিছুসংখ্যক কলাগাছ উপড়ে ফেলেন তিনি। সম্প্রতি পরিত্যক্ত একটি গাছ থেকে ১০টি মোচা বের হয়। এ খবর শুনে স্থানীয় লোকজন দেখার জন্য ভিড় করতে থাকেন। এরই একপর্যায়ে সেটি যেন নষ্ট না হয়, এ বিবেচনায় কলাগাছটি বাড়ির আঙিনায় পুনরায় রোপণ করা হয়েছে। এখন ১০টি মোচার মধ্যে ২টি মোচা নষ্ট হয়েছে।

জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মফিজল হক এ তথ্য নিশ্চিত করে জানান, এমন ঘটনা আল্লাহর নিদর্শন-নিয়ামত। সবই পারেন সৃষ্টিকর্তা। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –