• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১  

লালমনিরহাটে তিস্তার পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি বানভাসিদের। ঘরবাড়িসহ সবকিছু হারিয়ে এখন অসহায় জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা।

এ পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায়ে যে পরিমান ত্রাণ বিতরণ করা হয়েছে, তা চাহিদার তুলনায় খুবই সামান্য বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আবার অনেকেই ত্রাণ না পাওয়ার অভিযোগও করেছেন।

জেলা প্রশাসক মো. আবু জাফর জানান, বন্যাদুর্গত এলাকায় ৭০ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও ত্রাণ চেয়ে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

তিস্তা ব্যারেজ (ডালিয়া) কন্ট্রোল রুম সূত্র জানায়, আজ ভোর ৬টায় তিস্তার পানি আরও কমে গিয়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –