• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চিরিরবন্দরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু 

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১  

দিনাজপুরের খানসামা-রানীরবন্দর সড়কের চিরিরবন্দরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে মুক্তা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে খানসামা-রানীরবন্দর সড়কে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউপির নশরতপুর গ্রামের রানীরবন্দর হাটের গরুহাটিতে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু মুক্তা খাতুন (৪) চিরিরবন্দরের নশরতপুর গ্রামের সর্দারপাড়ার মিজানুর রহমান ওরফে সরুর মেয়ে।

স্থানীয় এলাকাবাসীরা জানায়, শিশু মুক্তা খাতুন তার পিতার রিকশাভ্যানের চাবি আনার জন্য বাড়িতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় খানসামাগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজনসহ ইজিবাইক চালক ও তার পিতা মিজানুর রহমান ওরফে সরু তাকে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে আসে। অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক মুক্তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ প্রদান করেন।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তাকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –