• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

আগাম জাতের আলু চাষে ব্যস্ত কাহারোলের কৃষকরা 

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১  

কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে আগাম জাতের আলু চাষে ব্যস্ত সময় পার করছেন আলু চাষীরা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধান কাটার পর আলু রোপণ শুরু করেন এখানকার কৃষকরা। উঁচু সমতল জমিতে আগাম আলু চাষ করেন তারা। তবে গত ৩দিনের বৃষ্টিতে আগাম জাতের আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতিকে পুষিয়ে নিতে কৃষকরা আবারও নতুন করে আলু রোপণ করছেন জমিতে।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আগাম জাতের আলুর চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫০ হেক্টর জমিতে।

কাহারোল উপজেলার ইটুয়া গ্রামের কৃষক মো. আব্দুল জলিল জানান, এবার তিনি ৩ একর জমিতে আগাম জাতের আলু আবাদ করছেন।
তিনি আশা করছেন, আবহাওয়া অনুকুলে থাকলে আলুর ভালো ফলন হবে।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক বলেন, এবার বাজারে আলু বীজের দাম কম রয়েছে। আশা করছি, কৃষকরা এবার আগাম জাতের আলুর আবাদ করে গতবারের চেয়ে বেশি লাভবান হবেন।

তিনি আরো বলেন, আলু আবাদের জন্য কৃষকদের সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –