• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে পথচারীকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১  

দিনাজপুরের বিরামপুর উপজেলায় মহাসড়ক পারাপারের সময় চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় ওয়াহেদ আলী(৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের সরকার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াহেদ আলী পৌর শহরের ইসলামপাড়া এলাকার বাসিন্দা। বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার সন্ধ্যায় সরকার ফিলিং স্টেশনের সামনে দিয়ে মহাসড়কপার হচ্ছিলেন ওয়াহেদ আলী। সময় দিনাজপুরগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ওয়াহেদ আলী মাথা ও পায়ে গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –