• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২  

রংপুরের পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার(১৫ জানুয়ারি) সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন,পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র।

তিনি জানান,শনিবার দুপুরে উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের সিংহারপাড়ায় এলাকায় সাব্বির হাসান (৬) নামে এক শিশু ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। সে উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের সিংহারপাড়া গ্রামের নূর আলমের ছেলে। বাড়ির পাশে খেলতে গিয়ে ট্রাক্টরের চাকায় সাব্বির পিষ্ট হন বলে পরিবারের লোকজন জানান।

এর আগে শুক্রবার (১৪ জানুয়ারি) বিকালে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপিনাথপুর প্রতিবন্ধী স্কুল সংলগ্ন এলাকায় গরুবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

তারা হলেন বিছনা গ্রামের মৃত মিয়াজন আলী মন্ডলের ছেলে মোবারক আলী মন্ডল (৭০) ও একই গ্রামের ছাবের আলীর ছেলে শরিফুল ইসলাম (৪৫)। তারা উভয়ে গরুবাহী ট্রলিতে করে হাটে যাওয়ার সময় এ দুর্ঘটানা শিকার হন।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহগুলো তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –