• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেলগাছা         

প্রকাশিত: ২০ মে ২০২২  

কুড়িগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুড়িগ্রাম সদর উপজেলা থেকে চ্যাম্পিয়ন হয়েছে বেলগাছা ইউনিয়ন পরিষদ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় বেলগাছা ইউনিয়ন পরিষদ ২-০ গোলে কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদকে পরাজিত করে। বিজয়ীদলের পক্ষে গোল দুটি করেন ৬ নম্বর জার্সি পরিহিত বাবু ও ১৩ নম্বর জার্সি পরিহিত মাঈদুল। চলতি মাসের ১১ মে থেকে প্রতিযোগিতাটি শুরু হয়। এতে সদর উপজেলা থেকে ৮টি ইউনিয়ন ফুটবল দল অংশগ্রহণ করে।

চূড়ান্ত খেলা শেষে চ্যাম্পিয়ন ও বিজিত দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন সদর ইউএনও মো. রাসেদুল হাসান, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান ও বেলগাছা ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও সিনিয়র ফুটবল খেলোয়াড় মো. আব্দুল মতিন মিয়া।
কে/

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –