• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝড়ে গাছ উপড়ে রেললাইনের উপর     

প্রকাশিত: ২১ মে ২০২২  

সকালের তুমুল ঝড়ে গাছ উপড়ে রেললাইনের ওপর পড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সাড়ে ৪ ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।

কুড়িগ্রাম রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোরে কালবৈশাখী ঝড়ে জয়পুরহাট এলাকায় একটি বটগাছ রেললাইনের ওপর উপড়ে পড়ে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে। 

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রী মাসুদ রানা বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে না ছাড়ায় গন্তব্যে পৌঁছাতে দেরি হবে। আগামীকাল মনে হয় অফিস করতে পারব না।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার উত্তম কুমার বলেন, ভোরে ঝড়ের সময় জয়পুরহাট এলাকায় একটি গাছ রেললাইনের ওপর উপড়ে পড়ে। এতে কুড়িগ্রাম এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে। ট্রেনটি প্রতিদিন কুড়িগ্রাম স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে গাছ পড়ার কারণে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে কুড়িগ্রাম স্টেশন ত্যাগ করে।
কে/

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –