• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে ট্রেন থেকে নামতে গিয়ে অজ্ঞাত যুবক নিহত

প্রকাশিত: ১০ আগস্ট ২০২২  

ঠাকুরগাঁওয়ে ট্রেন থেকে নামতে গিয়ে অজ্ঞাত যুবক নিহত                    
ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসে কাটা পড়েন তিনি। 

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি পুলিশে হস্তান্তর করা হয়।

ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন মাস্টার আকতারুজ্জামান বলেন, তিনি দ্রুতযান এক্সপ্রেস থেকে নামতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা পরিচয় জানার চেষ্টা করছি। লাশ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –