• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

প্রকাশ্যে মাদক সেবন, ২ শিক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

প্রকাশিত: ১০ আগস্ট ২০২২  

নীলফামারীর ডোমারে প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় আটক দুই শিক্ষার্থীকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম এই সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের রাজপাড়া এলাকার মিতু রায়ের ছেলে সবুজ রায় (২৪) এবং ডোমার পৌর শহরের পূর্ব চিকনমাটি উদয়ন পাড়ার ফজলুল হকের ছেলে মো. সোহেল রানা (২৫)। তারা দুজনেই স্থানীয় একটি ভোকেশনাল কলেজের শিক্ষার্থী।

বুধবার দুপুরে ডোমার উপজেলা পরিষদের উত্তরে ফরেস্ট বাগানে প্রকাশ্যে মাদক সেবনের সময় ওই দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর পাশা এই অভিযানে নেতৃত্ব দেন। এর পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ্যে মাদক সেবনের দায়ে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন।

নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর পাশা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতে তাদের এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত দুই শিক্ষার্থীকে বুধবার বিকেলেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –