• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রাম সদর থানায় নির্মিত লাশঘরের উদ্বোধন

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২  

কুড়িগ্রাম সদর থানায় নির্মিত লাশঘরের উদ্বোধন                     
কুড়িগ্রাম সদর থানায় মরদেহ রাখার জন্য লাশঘরের নির্মাণ কয়রা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে নবনির্মিত এই লাশঘরের উদ্বোধন করেছেন কুড়িগ্রাম জেলার বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সৈয়দা জান্নাত আরা।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামক প্রতিষ্ঠানের সহযোগিতায় সদর থানা চত্বরে লাশঘরটি নির্মাণ করা হয়েছে। জেলার বিভিন্ন থানা থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ আনা হলে তা রাখার সুনির্দিষ্ট জায়গা থাকে না। বেশিরভাগ সময় মরদেহ ভ্যানের মধ্যে বাইরে ফেলে রাখতে হয়। এভাবে মরদেহ রাখলে থানায় সেবা নিতে আসা অনেকেই ভীতি বোধ করেন। এ জন্য সব দিক বিবেচনা করে মরদেহ রাখার জন্য লাশঘর তৈরি করা হয়েছে। ঘরটির দরজা কাচনির্মিত ও ভেতরে তিনটি ফ্যান দেওয়া হয়েছে।

লাশঘর উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পৌর মেয়র কাজীউল ইসলাম ও ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার্স লিমিটেডের চেয়ারম্যানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –