• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

লালমনিরহাট জেলা পরিষদ-বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২  

লালমনিরহাট জেলা পরিষদ-বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত         
লালমিনরহাট জেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ঘোষণা প্রদান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

সোমবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক ও  রিটার্নিং অফিসার আবু জাফর স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাড. মতিউর রহমানকে নির্বাচিত হওয়ার ঘোষণা প্রদান করেন। 

জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ১৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন প্রার্থী মনোনয়ন বৈধতা পেয়েছে। এর মধ্যে ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ ভোট অনুষ্ঠিত হবে। 

লালমিনরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার  মঞ্জুরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মনোনয়ন  জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত সময় পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী মনোনয়ন জমা না দেয়ায় এ্যাড. মতিয়ার রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ঘোষণা প্রদান করা হয় । 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –