• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

হিলিতে হোটেলের ফ্রিজে নষ্ট খাবার, জরিমানা গুনলেন চার ব্যবসায়ী

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২  

হিলিতে হোটেলের ফ্রিজে নষ্ট খাবার, জরিমানা গুনলেন চার ব্যবসায়ী           
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ফ্রিজে নষ্ট খাবার রাখার দায়ে দিনাজপুরের হিলিতে চার হোটেল ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর এ আলম পৌর শহরের চারটি খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যালয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে হাকিমপুর পৌর শহরের কিছু হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ফ্রিজে নষ্ট খাবার রাখা হচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়।

জরিমানার বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর এ আলম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে চার হোটেল ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –