• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উজ-জামান

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২  

রংপুরের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উজ-জামান              
প্রাথমিক শিক্ষায় রংপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. রফিক-উজ-জামান।

প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর বাচাই কমিটি এ তালিকা প্রকাশ করে।কমিটির প্রধান ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান সিদ্দিক।

তিনি বলেন, সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করায় তিনি এ পদে নির্বাচিত হয়েছেন। ভবিষ্যতে তিনি দেশ সেরা শিক্ষা অফিসার হবেন বলেও আশা করছি।

মো. রফিক-উজ-জামান ১৯৯২ সালে পাবনা ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং ১৯৯৪ সালে এইচএসসি পাস করার পর রংপুর কারমাইকেল কলেজ থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৫ সালে সরাসরি উপজেলা শিক্ষা অফিসার পদে যোগদান করেন। ২০১৩ সালে উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরিকালে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এমএড এবং ২০১৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব বল্টন থেকে এম এ ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –