• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত, প্রাণ গেল কৃষকের

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২  

কুড়িগ্রামের উলিপুরে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে শহিদুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময়ে মারা গেছে একটি গরু ও দুটি ছাগল।

মঙ্গলবার বিকেলে উলিপুর পৌরসভার উলিপুর-চিলমারী সড়কের পাশে রামদাস ধনিরাম কানিপাড়া গ্রামে। শহিদুল কানিপাড়া গ্রামের মৃত মজিবর রহমান ওরফে জহিরুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের জমিতে ঘাস নিড়ানির কাজ করছিলেন শহিদুল। এ সময় বৃষ্টি শুরু হলে আশপাশের শ্রমিকরা নিরাপদ স্থানে গেলেও কাজ করতে থাকেন শহিদুল। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমীন জানান, আকাশে বজ্রপাত শুরু হলে আশপাশের শ্রমিকরা নিরাপদ স্থানে গেলে শহিদুল কাজ করতেই থাকে। হাসপাতালে নেয়ার আগেই মারা যান তিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –