• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে বাসের ধাক্কায় নিথর হলেন অটোযাত্রী

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২  

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সুরাইয়া নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো পাঁচজন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ইকরচালী ব্রিজ এলাকার রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত সুরাইয়া অটোরিকশার যাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন একটি বাস অটোকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক মারা যান সুরাইয়া। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। এ সময় অটোর পাঁচ যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মাহাবুব মোর্শেদ জানান, বাসের ধাক্কায় সুরাইয়া নামে অটোর এক যাত্রী নিহত হয়েছেন। তবে বিস্তারিত জানা যায়নি। আহত পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –