• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ে নৌকাডুবি: বাবা-মাকে হারিয়ে নিঃস্ব উজ্জল-অজয়

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২  

পঞ্চগড়ে নৌকাডুবি: বাবা-মাকে হারিয়ে নিঃস্ব উজ্জল-অজয়                
নদীর ওপারে মন্দির, মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে তাই ভরসা নৌকা। তারা হরিকেশর বর্মন স্ত্রী,বোন ও  বোনজামাইকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়ে মন্দিরের উদ্যেশে রওয়ানা হন৷ আউলিয়ার ঘাটে দেখা হয় তার শ্বশুর-শালিকাসহ আরেক আত্মীয়ের। পরে সবাই মিলে ওঠেন নৌকায়। মাঝ নদীতে ডুবে যায় নৌকা। এতে বোন জামাই প্রাণে রক্ষা পেলেও সবাই নিখোঁজ হন৷ এরপর স্ত্রী বোন, শ্বশুরের লাশ উদ্ধার হলে মঙ্গলবার সকালে উদ্ধার হয়েছে হরিকেশরের লাশ৷ এদিকে বাবা-মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে হরিকেশরের দুই ছেলে সন্তান।
  
পঞ্চগড়ের বোদা উপজেলার বামন হাট এলাকার করতোয়া নদীর পাশে নিজ হাতে চোখে অশ্রু মুছে বাবার হরিকেশরের শেষ বিদায় ও সৎকার করছে তার বড় ছেলে উজ্জল বর্মণ ও ছোট ছেলে অজয় বর্মণ৷ কোন ভাবেই তারা মেনে নিতে পারছে না তাদের বাবা-মা,ফুপু,নানা ও খালাসহ তাদের পরিবারের ৬ সদস্যদের মৃত্যুর ঘটনা৷ 

নিখোঁজ হওয়ার দুইদিন পর তাদের মা,ফুপু ও নানার লাশ উদ্ধার হয়। তাদের রাতে সৎকার করার পর মঙ্গলবার সকালে করতোয়া নদীতে ফেসে উঠে বাবা হরিকেশরের লাশ৷ পরে স্থানীয়রা তাদের পরিবারকে খবর দিলে উজ্জল ও অজয় এসে বাবার লাশ শনাক্ত করে৷ লাশ দেখে মানুষ নাকে-মুখে ঢাকা দিলেও সবকিছু ভুলে তারা দুই ভাই গোসল করিয়ে সৎকার করেন বাবার৷ বাবা-মাকে হারিয়ে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন৷ দুশ্চিন্তায় পড়েছেন তারা তাদের লেখাপড়া নিয়ে৷ অন্যদিকে আদরের বড় ছেলে,বউ মা, আদরের আপন মেয়েসহ পরিাবরের ৬ সদস্যকে হারিয়ে হতভাগ হয়ে গেছে হরিকিশরের বাবা বীর মুক্তিযোদ্ধা মঙ্গোলু বর্মণ৷  এমন  চিত্র দেখা যায় পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের বটতলি এলাকায়৷

হরিকিশোরের বড় ছেলে উজ্জল বর্মণ বলেন, মা-বাবাকে হারিয়ে ছোট ভাইকে নিয়ে দুশ্চিন্তায় আছি৷ আমরা দুই ভাই কেমনে চলবো,কিভাবে লেখাপড়া চলবে, এটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছি৷

অজয় বর্মণ বলেন, বাবা-মাকে হারিয়ে আমরা এতিম হয়েছি। আমাদের খোঁজখবর নেওয়ার মতো কেউ আর থাকলো না। হঠাৎ বাবা-মায়ের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। জানি না আমাদের দুই ভাই সহপরিবারে কী হবে। 

প্রসঙ্গত, গত রোববার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –