• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

‘কবিরাজি চিকিৎসায়’ পায়ের রগ ছিঁড়ে প্রাণ গেল কিশোরের

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২  

নীলফামারীর কিশোরগঞ্জে কথিত কবিরাজি চিকিৎসায় সোহেল রানা নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে মাগুড়া ইউনিয়নের শাহপাড়া এলাকার কবিরাজ একাব্বর আলীর বাড়িতে তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, রানা কয়েক বছর ধরে প্যারালাইজড রোগে আক্রান্ত। তার হাত-পা অকেজো অবস্থায় ছিল। বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও সুস্থ হয়ে উঠতে পারেনি সে। তিনদিন আগে রানাকে কবিরাজের বাড়িতে চিকিৎসার জন্য নিয়ে আসেন রানার বাবা কেরামত আলী। একাব্বর হোসেনের নেতৃত্বে একই এলাকার আফতাব উদ্দিন ও মহির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম চিকিৎসা চালান শিশুটির।

নিহতের বাবা একরামুল জানান, হাত-পা দড়ি দিয়ে বেঁধে ওইদিন থেকে তেল মালিশ ও ঝারফুক করা হয় রানাকে। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে পায়ের ওপর বালুর বস্তা দিয়ে রাখা হলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তার পায়ের রগ ছিঁড়ে যায়। পরে মারা যায় রানা।

কিশোরগঞ্জ থানার ওসি রাজিব কুমার রায় বলেন, এ ঘটনায় থানায় মামলা করেন রানার বাবা। তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তিন কবিরাজকে আটক করেছে পুলিশ। চিকিৎসার নামে অপচিকিৎসা করা হয়েছে। এতে ছেলেটির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –