• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

খাবার চেয়ে মনোয়ারা পেলেন ঘর

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২  

ইউএনওর কক্ষের বাইরে ঘোরাঘুরি করছিলেন ৫১ বছর বয়সী মনোয়ারা বেগম। বিষয়টি সিসিটিভিতে দেখছিলেন ইউএনও। কিছুক্ষণ পর নিজ কক্ষে ডেকে নেন মনোয়ারাকে। ভয়ে ভয়ে সন্তানসহ না খেয়ে মানবেতর জীবনযাপনের গল্প তুলে ধরেন এ নারী। মনোয়ারার গল্প শুনে কক্ষে থাকা সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে দেওয়া হয় শুকনো খাবার। সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ারও আশ্বাস দেন।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. শামসুজ্জামানের কক্ষে।

মনোয়ারা ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান গ্রামের কফিল উদ্দিনের স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর থেকে অন্যের বাড়িতে কাজ করে এক ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

মনোয়ারা বলেন, দীর্ঘদিন ধরে ইউএনও কার্যালয়ে আসছি। আজও কাঁপতে কাঁপতে আসি। ইউএনও কক্ষে গিয়ে কষ্টের কথা তুলে ধরার পর একটি খাবারের বস্তা দেওয়া হয়। দু-একদিনের মধ্যে ঘরও দেওয়া হবে বলে জানিয়েছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. শামসুজ্জামান বলেন, দীর্ঘক্ষণ আমার কক্ষের বাইরে ঘোরাঘুরি করছিলেন মনোয়ারা। বিষয়টি সিসি ক্যামেরার মাধ্যমে নজরে আসে। পরে তাকে কক্ষে ডাকা হয়। এরপর নিজের কষ্টের কথা জানান। খাবার ও ঘরের অভাবে তিনি মানবেতর জীবনযাপন করছেন। তাৎক্ষণিকভাবে তাকে শুকনো খাবার দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে তাকে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর উপহার দেওয়া হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –