• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রফতানি হবে: বাণিজ্যমন্ত্রী 

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২  

আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রফতানি হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার রংপুরের কাউনিয়ার সারাই ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায়, দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন উৎপাদিত আলু বাজারে আসছে। সে কারণে সবজিটির দাম কিছুটা কমেছে। বাজারে আলুর মূল্য স্বাভাবিক হয়ে আসবে। এছাড়া কৃষকরা যাতে আলুর ন্যায্যমূল্য পান তা নিশ্চিত করতে রফতানির উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, নতুন বছরের শুরুতে দেশে করোনার প্রকোপ কিছুটা বেড়েছে। করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে। আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সবার মাঝে সচেতনতা বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা সংক্রমণ রোধে সরকারের স্বাস্থ্য বিভাগ সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। করোনা সংক্রমণ রোধে সারাদেশে সকল নাগরিককে টিকার আওতায় আনা হচ্ছে। নিজ দায়িত্বে সবাইকে টিকা নিতে হবে।

টিপু মুনশি বলেন, করোনা সংক্রমণের হার কিছুটা বাড়লেও ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রফতানিতে কোনো প্রভাব পড়বে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। মানুষের আয় বেড়েছে। দেশের শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছে। এর ফলে বেড়েছে আমদানি-রফতানি। জাতির পিতা বঙ্গবন্ধু অসহায় মানুষদের ভালোবাসতেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষদের সবসময় খোঁজ-খবর নেন। 

কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন, হারাগাছ পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, রংপুর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান চৌধুরী তুহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –