• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

কেউ মাদকসেবী প্রমাণিত হলে তার পদ বাতিল হবে: আমু

প্রকাশিত: ২৩ মে ২০২২  

কোনো মাদকসেবী ছাত্রলীগ ও যুবলীগে পদ পাবে না উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, অজ্ঞাতভাবে যদি কেউ পেয়ে থাকে প্রমাণিত হলে তার সেই পদও বাদ দেওয়া হবে।

সোমবার ঝালকাঠি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মাদ ইউনুস, ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি অ্যাডভোকেট আব্দুল মান্না রসুল।

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। সেইসঙ্গে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। এতে জ্ঞানার্জনের পাশাপাশি রেজাল্ট ভালো হবে এবং শরীর সুস্থ থাকবে। সবমিলিয়ে দেশের ভবিষ্যৎ সম্পদ হিসেবে শিক্ষার্থীদের সঠিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষক ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে আমির হোসেন আমু বলেন, দেশকে ধ্বংস করতে বিদেশি শক্তি ষড়যন্ত্র করছে। এদিকে শিক্ষক-অভিভাবক সবাইকে সচেতন থাকতে হবে। মাদক নির্মূলে যে যেখানে মাদকসেবী দেখবেন সেখানেই ব্যবস্থা নেবেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –