• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

প্রহরীর গলা কাটা মরদেহ, পার্কের মালিকসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ১১ আগস্ট ২০২২  

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মোজাম বিনোদন পার্কের নিরাপত্তা প্রহরী সবুজ শিকদারের (২৫) গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পার্কটির মালিক মোজাম্মেল হক মোজাম, তার জামাতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানার পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যা থেকে থানা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করে।  

বিনোদন পার্কের মালিক গ্রেপ্তারকৃত মোজাম্মেল হক মোজাম ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী বাজারের মৃত কফিল উদ্দীনের ছেলে।

গ্রেপ্তার অপর তিনজন হলেন পার্ক মালিকের জামাতা রাজু মিয়া (২৭) এবং পার্কের ম্যানেজার শাহীনুর রহমান শাহীন (৩২)।
এর আগে বুধবার সন্ধ্যায় নিহত সবুজের বড় বোন সেলিনা বেগম বাদী হয়ে পার্কের মালিক মোজাম্মেলসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

হিলি হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত চারজন আসামির মধ্যে তিনজনকে রাতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। এখন পর্যন্ত হত্যার কোনো রহস্য উদ্ঘাটন হয়নি। তবে হত্যার সঠিক কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –