• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুরে চোরের নেতাসহ সহযোগী আটক

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২  

রংপুর নগরীর চোরদলের এক নেতাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৩। আটককৃতরা হলেন, চোরদলের নেতা সজিব হোসেন ও তার সহযোগী রাহেল হাসান। এ সময় তাদের কাছ থেকে টাকা, ফোন, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ রংপুর সদর দফতরের সদস্যরা বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নগরীর একটি বাড়ি থেকে চোরের দল ঘরের দরজা ভেঙে টাকা, ফোন, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় থানায় মামলা হলে র‌্যাব তদন্ত শুরু করে। এর একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগরীর মাহিগঞ্জ থানার সামনে থেকে তাদের দুইজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় চুরি যাওয়া সামগ্রী। সজিব ও রাহেলের বিরুদ্ধে নগরী বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –