• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চরিত্রে শুদ্ধতা না থাকলে উন্নয়ন সম্ভব না: মন্ত্রিপরিষদ সচিব

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

চরিত্রে শুদ্ধতা না থাকলে উন্নয়ন সম্ভব না: মন্ত্রিপরিষদ সচিব             
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘উন্নয়ন যদি নিশ্চিত করতে হয় তাহলে সবাইকে সুশাসন ও শুদ্ধাচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে মানুষের চরিত্রে শুদ্ধতা আনতে হবে। ১৯৭৪ সালের ২৫ ডিসেম্বর বঙ্গবন্ধু যে বক্তৃতা দিলেন, আমার যদি উন্নয়ন ঘটাতে চাই চরিত্রবান মানুষ লাগবে। মানুষের চরিত্রে যদি শুুদ্ধতা না থাকে তাহলে আমাদের পক্ষে উন্নয়ন সম্ভব না।’

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বরিশাল নগরীর বান্দ রোডস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বাস্থ শিক্ষায় শুদ্ধাচার ও সুশাসন বিষয়ক কর্মশালয় এ কথা বলেন তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী ওই জিনিসটাই (শুুদ্ধতা) নিয়ে আসছেন। গুড গভর্নেন্স নিশ্চিত করতে হলে শুদ্ধাচার, পারফরমেন্স এগ্রিমেন্ট, রাইট টু ইনফরমেনশনসহ এসব দিকগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এ কর্মশালর আয়োজন করে। এতে বরিশাল বিভাগের সরকারি মেডিক্যাল, ডেন্টাল কলেজের চিকিৎসক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –