• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মূল্যবোধ সৃষ্টিতে শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে: দুদক কমিশনার

প্রকাশিত: ৩১ মে ২০২৩  

 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার জহুরুল হক বলেছেন, শিক্ষার্থীদের মূল্যবোধ সৃষ্টিতে শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে। শিক্ষার্থীরা যদি এখন থেকেই সৎ নিষ্ঠাবান, মানবিক মূল্যবোধ সম্পন্ন হয়ে গড়ে উঠে তাহলে আমাদের আগামী সুন্দর হবে। কারণ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে শিক্ষার্থীরাই।

বুধবার চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত জেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার মো. জহুরুল হক শিক্ষকদের প্রতি এসব কথা বলেন তিনি।

দুদক কমিশনার জহুরুল হক বলেন, শিক্ষার্থীদের শুধু ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার বানাবেন না। তাদেরকে মানুষ বানান। কারণ তারা যদি মানুষ না হয় তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। মানবিক মূল্যবোধ তৈরির একমাত্র জায়গা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকরা।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। দুদকের কার্যক্রম তুলে ধরেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মো. আক্তার হোসেন, সততা সংঘ ও সততা স্টোর সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রাজশাহী বিভাগের পরিচালক মো. কামরুল আহসান। 

এতে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মসিউল করিম বাবুসহ অন্যরা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –