• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

নীলফামারীতে ইজিবাইকচালকের লাশ উদ্ধার

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১  

নীলফামারীতে আব্দুল হালিম (৫৫) নামে এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলা সদরের চাপড়াসরমজামী ইউনিয়নের ইটাপীড় ব্রিজসংলগ্ন স্থান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সে ওই ইউনিয়নের লতিফচাপড়া কোরানীপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

চাপড়াসরমজামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান জানান, ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করত আব্দুল হালিম। প্রতিদিনের ন্যায় গত রবিবার সকালে ইজিবাইক নিয়ে বের হলে রাতে বাড়িতে না ফেরায় খুঁজতে শুরু করে তার স্বজনরা। সোমবার সকাল ১০টার দিকে ইউনিয়নের ইটাপীড় ব্রিজসংলগ্ন সড়কের ধারে তার রক্তমাখা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। চালকের লাশ উদ্ধার হলেও ইজিবাইকটি পাওয়া যায়নি। এ ঘটনায় ইজিবাইকটি ছিনতাইয়ের জন্য চালক আব্দুল হালিমকে হত্যা করা হতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে।

নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন-নবী বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যারহস্য উদ্‌ঘাটনে কাজ চলছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –