• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

সুপ্রিম কোর্টের বিচারকরা গৃহ নির্মাণের জন্য কোটি টাকা ঋণ পাবেন   

প্রকাশিত: ২৩ জুলাই ২০২১  

সুপ্রিম কোর্টের বিচারকরা গৃহ নির্মাণের জন্য সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ৪ শতাংশ সুদে এই ঋণ পাবেন তারা। 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। বর্তমানে প্রধান বিচারপতির পাশাপাশি আপিল বিভাগে পাঁচজন বিচারক আছেন, হাইকোর্ট বিভাগে আছেন ৯২ জন।

ঋণের নীতিমালা অনুযায়ী, গৃহ নির্মাণ ঋণের সুদ হার ৯ শতাংশ। ঋণগ্রহীতা ৪ শতাংশ পরিশোধ করবেন। বাকি ৫ শতাংশ সুদ সরকার দেবে।

একজন আবেদনকারী কেবল একবারই এ নীতিমালার আওতায় ঋণ পাবেন। দেশের যেকোনো এলাকায় বাড়ি তৈরির জন্য ঋণ নিতে পারবেন তিনি। ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ২০ বছর। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –