• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মাদক মামলায় বাস সুপারভাইজারের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত       

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১  

গাইবান্ধায় মাদক মামলায় মো. পারভেজ নামে বাসের এক সুপারভাইজারের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ আদেশ দেন। মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রিন্স। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ নভেম্বর জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী মিনিবাসে তল্লাশি চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইনসহ সুপারভাইজার পারভেজকে আটক করে র্যাব। পরে তার দেয়া তথ্যে আরও তিনজনকে আটক করা হয়। পরে মামলাটি আদালতে আসলে দীর্ঘ শুনানির পর মঙ্গলবার রায় ঘোষণা করেন বিচারক।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –