• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

শিক্ষার্থী নিয়ে বিভাগীয় শহরে বেরোবি’র বাস যাবে ১২-১৪ জুলাই       

প্রকাশিত: ৮ জুলাই ২০২১  

সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনে রংপুরে অবস্থানরত শিক্ষার্থীদের বিশেষ পরিবহন সেবা দেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর অংশ হিসেবে আগামী ১২, ১৩ ও ১৪ জুলাই বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে গাড়ি ছেড়ে যাবে।

বৃহস্পতিবার (০৮ জুলাই) দুপুরে উপাচার্য প্রফেসর ড. মো হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ছাত্রছাত্রীদের যাত্রার রুট বিন্যাসসহ বিস্তারিত তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.brur.ac.bd) জানানো হবে। 

উল্লেখ্য, পরিবহন সেবা পেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশ^বিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে নির্দিষ্ট ফরমে তথ্য সংগ্রহ চলছে। ০৯ জুলাই ২০২১ রাত ১২টার মধ্যে আগ্রহী ছাত্রছাত্রীদেরকে তথ্য প্রদান করতে হবে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –