• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নবনিযুক্ত পরিকল্পনা প্রতিমন্ত্রীকে হাবিপ্রবির উপাচার্যের শুভেচ্ছা

প্রকাশিত: ১৯ জুলাই ২০২১  

গতকাল পরিকল্পনা মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক সদস্য (সিনিয়র সচিব) প্রফেসর ড. শামসুল আলম। আজ সৌজন্য সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

এ সময় প্রফেসর ড. শামসুল আলম-কে পরিকল্পনা মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভাইস-চ্যান্সেলর মহোদয়। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তাদের মাঝে কিছু সময় আলোচনা হয়। 

উল্লেখ্য, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সরাসরি ছাত্র ছিলেন। 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড. শামসুল আলম ৩৫ বছরের অধ্যাপনা শেষে ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন। সিনিয়র সচিব পদে দীর্ঘ এক যুগ চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেছেন। গত ৩০ জুন তার সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তার কর্মজীবনে তিনি দারিদ্র্যবিমোচন কৌশলপত্র সংশোধন ও পুনর্বিন্যাস, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র, শতবর্ষের ডেল্টা প্ল্যানসহ নানা পরিকল্পনা প্রণয়ন করার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। তার বিভিন্ন কাজের অবদানস্বরূপ তিনি ইতোমধ্যেই অত্যন্ত সম্মানজনক একুশে পদকও লাভ করেছেন ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –