• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বেরোবিতে সৈয়দ শামসুল হকের প্রয়াণদিবসে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে সৈয়দ শামসুল হকের ৫ম প্রয়াণ বার্ষিকীতে ‘সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের হেয়াৎ মামুদ ভবনের দ্বিতীয় তলায় সোমবার বিকেলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
 
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কলা অনুষদের ডিন ড. চঞ্চল কুমার বোস। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রিষিণ পরিমল, সহযোগী অধ্যাপক ড. শফিক আশরাফ, ড. নিত্য ঘোষ।

এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত হন অতিথি উপ-উপাচার্য অধ্যাপক সরিফা সালোয়া ডিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –