• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বেরোবির কলা অনুষদে নতুন ডিন ড. তুহিন ওয়াদুদ 

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কলা অনুষদে নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ)।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নির্দেশে গতকাল রবিবার রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল তাঁকে পরবর্তী দুই বছরের জন্য এই পদে নিয়োগ দেন।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. তুহিন ওয়াদুদ এই পদে অধ্যাপক সরিফা সালোয়া ডিনার স্থলাভিষিক্ত হলেন।

উল্লেখ্য, ড. তুহিন ওয়াদুদ বেগম রোকেয় বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তিনি নদী রক্ষাবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক। তিনি পোস্ট ডক্টোরাল ফেলোশিপ এর কাজ করছেন। পরিবেশ সুরক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২০ সালে দ্বিজেন শর্মা পুরস্কারে ভূষিত হন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –