• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

চড়কাণ্ডের পর যে কারণে ভারতে উইল স্মিথ

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২  

গেল মার্চেই বিশ্ব চলচ্চিত্র প্রত্যক্ষ করেছে ন্যাক্কারজনক এক ঘটনা। অস্কারের মঞ্চে সবার সামনেই উপস্থাপক ক্রিস রককে কষিয়ে চড় মারেন অভিনেতা উইল স্মিথ। এই ঘটনায় বিতর্কের ঝড় ওঠে বিশ্বজুড়ে। স্মিথকে ১০ বছরের নিষিদ্ধ করেছে অস্কার কর্তৃপক্ষ।

চড়কাণ্ডের পর আর প্রকাশ্যে দেখা যায়নি উইল স্মিথকে। অবশেষে প্রায় এক মাস পর দেখা গেল তাকে। তাও আবার ভারতে! মুম্বাইয়ের একটি হোটেলের সামনেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেতা।

প্রশ্ন হলো, স্মিথ হঠাত ভারতে এলেন কেন? ধারণা করা হচ্ছে, শান্তির খোঁজেই এসেছেন। ভারতের বহুল আলোচিত সাধগুরুর সঙ্গে দেখা করবেন স্মিথ। তার পরামর্শ নিয়ে আত্মিক শান্তি অনুসন্ধান করবেন।

গত ২৮ মার্চ ৯৪তম অস্কার প্রদান করা হয়েছিল। জমকালো সেই আয়োজনে উপস্থিত ছিলেন অনেক তারকা। স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথকে নিয়ে হাজির হন উইল স্মিথও। এই আসরে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জেতেন স্মিথ।

অস্কার প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন ক্রিস রক। উপস্থাপনার এক ফাঁকে স্মিথের স্ত্রীকে নিয়ে রসিকতা করেন ক্রিস। ওই সময় পিঙ্কেটের মাথায় চুল ছিল না। এ বিষয়কে ইঙ্গিত করেই রসিকতায় মজেন উপস্থাপক। যা মেনে নিতে পারেননি উইল স্মিথ। সোজা মঞ্চে উঠে ক্রিসের গালে থাপ্পড় মারেন।

এরপর অবশ্য ক্ষমাও চান উইল স্মিথ। কিন্তু তার এই অন্যায় মেনে নেয়নি অ্যাকাডেমি। অস্কার আয়োজন থেকে তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –