• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

হাবিপ্রবিতে হাজী মোহাম্মদ দানেশের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ২৯ জুন ২০২২  

হাবিপ্রবিতে হাজী মোহাম্মদ দানেশের মৃত্যুবার্ষিকী পালিত                 
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার ঐতিহাসিক তেভাগা আন্দোলনের জনক কৃষক নেতা হাজী মোহাম্মদ দানেশের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

তার নামেই উত্তরবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নামকরণ করা হয়েছিল। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে হাবিপ্রবি প্রশাসন। 

এর অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টার দিকে দিনাজপুরের গোড়-এ-শহীদ বড় ময়দান সংলগ্ন জামে মসজিদের পাশে হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ কর শ্রদ্ধা নিবেদন করে হাবিপ্রবি প্রশাসন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –