• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

‘ড. শামসুজ্জোহার আত্মত্যাগে স্বাধিকার আন্দোলন ত্বরান্বিত হয়’

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩  

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ড. শামসুজ্জোহা ছিলেন বাঙালি প্রথম শহিদ বুদ্ধিজীবী। তার এই আত্মত্যাগ সেদিন বাঙালির স্বাধিকার আন্দোলনকে তরান্বিত করেছিল। তাই ড. শামসুজ্জোহার আত্মত্যাগকে যথাযথ সম্মান প্রদর্শনে ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা দরকার।

শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহিদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুস্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র ও ছাত্রনেতা। ড. শামসুজ্জোহার মৃত্যুর এত বছর পরও দিনটি কেবল এই ক্যাম্পাসেই পালিত হয়। জাতীয়ভাবে দিনটি এখনো স্বীকৃতি পায়নি। অথচ তার এই আত্মাহুতি বাঙালির জাতীয় সংগ্রামে অবিস্মরণীয় অবদান রেখেছিল। সেই ঘটনার পর গণঅভ্যুত্থান দুর্বার রূপ ধারণ করেছিল। ফলে বাধ্য হয়ে পাক শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে। বাঙালি স্বাধীনতার আন্দোলনে উজ্জীবিত হয়। এই জোহা দিবস জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা জরুরি।

এ সময় উপস্তিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা অধ্যাপক এম তারেক নুর প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –